ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৫ জুলাই ২০২২  
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফির শাহকে (৫৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নওগাঁর আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

এদিকে পর্যাপ্ত প্রমাণ না থাকায় নফির শাহর দ্বিতীয় স্ত্রী হেমলতাকে খালাস প্রদান করেন বিচারক।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 
সাজাপ্রাপ্ত নবির শাহ জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহ’র ছেলে।

মামলা সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ রাত সাড়ে ১০ টার দিকে নফির শাহ তার প্রথম স্ত্রী লতিফন ওরফে লুৎফনকে (৫২) ঘরের ভেতর গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় লতিফনের বড় ভাই মো. মোজাম্মেল বাদী হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার দ্বিতীয় স্ত্রী হেমলতার নামে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক এ মামলার রায় ঘোষণা করলেন।

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়