ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে আজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৬ জুলাই ২০২২   আপডেট: ১১:৪২, ৬ জুলাই ২০২২
ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে আজ

স্বল্প ভাড়ায় ঢাকায় কোরবানির পশু রাজধানী ঢাকায় নিতে আজ বুধবার (৬ জুলাই) বিকেল থেকে চালু হতে যাচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন। বিকেল সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এ ট্রেনটি উদ্বোধন করা হবে। রাজশাহী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা এসে এ ট্রেনটি উদ্বোধন করবেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

শহিদুল ইসলাম বলেন, 'চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী- ঢাকা (তেঁজগাও) রুটে স্বল্প ভাড়ায় কোরবানির পশু পরিবহন করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪টি ওয়াগন প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে। এছাড়াও প্রতিটি ওয়াগনে ৪০টি ছাগলও পরিবহন করতে পারবেন খামারিরা।'

তিনি আরো বলেন; 'চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় (তেঁজগাও) প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫৯১ দশমিক ৫০ টাকা। এখন পর্যন্ত ২০ টি গরু বুকিং দিয়েছেন জেলার খামার ও কৃষকরা।'

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। ৩ দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানি যোগ্য পশু পরিবহন করা হয় ৭৮টি। তা থেকে আয় হয় ৪৬ হাজার ১৩৭ টাকা। 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, ‘ক্যাটল স্পেশাল ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪ টার মধ্যে ট্রেনটি ঢাকার তেজগাঁওয়ে পৌঁছাবে। ট্রেনটি ফের ভোর ৫ টার দিকে তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে।’

রাজশাহী রেলওয়েরর মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, ‘ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটিতে পশুর চাহিদা অনুযায়ী ওয়াগান জুড়ে দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিটি ওয়াগনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে ৮ জায়গায় যাত্রা বিরতি দেবে। সর্বশেষ ঢাকার তেঁজগাও রেলস্টেশনে দাঁড়াবে।'

রেল সুত্রে জানা গেছে, কাঁকনহাট ও রাজশাহী থেকে ট্রেনে প্রতি ওয়াগনে গরু পরিবহন করতে খরচ পড়বে ১১ হাজার ৮৩০ টাকা, চাটমহোর থেকে ৯ হাজার ২৩০ টাকা, উল্লাপাড়া থেকে ৮ হাজার ৫৯০ টাকা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে ৬ হাজার ৫৫০ টাকা, জয়দেবপুর থেকে ৪ হাজার ৬৫০ টাকা, টঙ্গি থেকে ৪ হাজার ৩৯০ টাকা।

মেহেদী/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়