ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজী আনিসের দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৬ জুলাই ২০২২   আপডেট: ১৪:১৩, ৬ জুলাই ২০২২
গাজী আনিসের দাফন সম্পন্ন

পাওনা টাকা না পেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করা ব্যবসায়ী গাজী আনিসের দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পান্টি কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।  

উল্লেখ্য, গত ৪ জুলাই বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আগুনে তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে গতকাল ৫ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় হেনোলাক্স কোম্পানির মালিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: গায়ে আগুন দেওয়া ব্যবসায়ী মারা গেছেন

আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির এমডি ও পরিচালক গ্রেপ্তার

নিজের শরীরে আগুন: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা

‘টাকা উদ্ধারে সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হন আনিস’ 

কাঞ্চন কুমার/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়