ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পাটুরিয়ায় স্বস্তিতে পারাপার

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ৭ জুলাই ২০২২   আপডেট: ১৩:২৭, ৭ জুলাই ২০২২

আগে ঈদের সময় দেশের ব্যস্ততম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহন পারাপারে অর্ধবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে পদ্মা সেতু উদ্বোধনের কারণে এ নৌরুটে যানবাহন চাপ কমে গেছে। তাই ঈদের দুই দিন বাকি থাকলেও এ নৌরুটে যানবাহনের কোনো চাপ নেই। 

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টা সাড়ে ৯টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দূর পাল্লার বাস ও ছোট গাড়ির কোনো সিরিয়াল নেই। ঘাটে এসব যানবাহন আসা মাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহী ট্রাক থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। আগের দিনের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি ছাড়ায় পার হওয়া যাচ্ছে।  

যশোরগামী যাত্রী আব্দুর রহমান বলেন, সাভার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ছুটি পেয়ে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। সাভার থেকে পাটুরিয়া ঘাটে লোকাল গাড়িতে ভোগান্তি ছাড়া এসেছি। নৌরুটেও কোনো ভোগান্তি নেই। দৌলতদিয়া প্রান্তে গিয়ে যশোরের বাসে উঠবো।

প্রাইভেটকার চালক রুস্তম মিয়া বলেন, ঈদের আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ট্রিপ দেই। গত বছর ঈদের দুই দিন আগে নৌরুট পার হতে ৭/৮ ঘণ্টা সময় লাগতো। এবার যানবাহনের চাপ না থাকায় সরাসরি ফেরিতে উঠে যাচ্ছি।

ট্রাকচালক ইব্রাহিম মিয়া বলেন, ঈদের আগে সাধারণত পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকে। তবে ঘাট এলাকায় তেমন যানবাহন না থাকায় আমারা সহজে পার হতে পারছি।

দূরপাল্লা বাসের যাত্রী মনির হোসেন বলেন, পরিবার নিয়ে ঈদ করতে এ নৌরুট দিয়ে বাড়িতে যাই। বিগত বছরগুলোতে এ নৌরুটে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এবার প্রথমবারের মতো স্বস্তিতে নদী পার হতে পারছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের যাত্রী ও চালকদের কোনো ভোগান্তি নেই।

জাহিদুল হক/ইভা  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়