ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চাঁদপুরগামী লঞ্চে মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৭ জুলাই ২০২২   আপডেট: ১৭:২৬, ৭ জুলাই ২০২২
চাঁদপুরগামী লঞ্চে মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ১০দিনের জন্য ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে চাঁদপুরগামী লঞ্চে মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে বিআইডব্লিউটিএ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম।

ঈদের পরবর্তী ৫দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলমান থাকবে বলেও জানান তিনি।

কায়সারুল ইসলাম বলেন, চাঁদপুর নৌ-পথে দিনে-রাতে প্রায় একশ রুটে লঞ্চ চলাচল করছে। এর মধ্যে শুধু ঢাকা-চাঁদপুর নৌ-রুটে ছোট-বড় ২৪টি লঞ্চ চলাচল করে। ঈদযাত্রা নিরাপদ করতে আমরা নানামুখী প্রস্তুতি নিয়েছি। যাত্রী চাহিদা বুঝে ঈদে স্পেশাল লঞ্চ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এসব লঞ্চে মোটরসাইকেল পরিবহন করা যাবে না।  

যাত্রীসেবা নিশ্চিত করতে প্রশাসন, জেলা পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, আনসার, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবীদের নিয়ে বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা সমন্বয় টিমওয়ার্ক গঠন করা হয়েছে। লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী ও স্বাভাবিকের চেয়ে ভাড়া বেশি রাখার চেষ্টা করা হলে ব্যবস্থা নিতে মনিটরিং অব্যাহত রয়েছে বলেও জানান এই বন্দর কর্মকর্তা।

অমরেশ/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়