ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাভারে অসহনীয় যানজট, দুর্ভোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৮ জুলাই ২০২২   আপডেট: ১২:২২, ৮ জুলাই ২০২২
সাভারে অসহনীয় যানজট, দুর্ভোগ

ঈদযাত্রায় সাভারের তিন মহাসড়কে যানজটের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এতে সীমাহীন দুর্ভোগে পরেছেন যাত্রী ও চালকরা।

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় নবীনগর-চন্দ্রা বাইপাইল সড়কে গাড়ির জটলা ছিল। বৃহস্পতিবার রাত থেকে এই সড়কে যানজট দেখা দেয়।

জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে চন্দ্রা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজট সৃষ্ট হয়েছে।

এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে ধামরাইয়ের ঢুলিভিটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার গাড়ি থেমে থেমে চলছে। 

এদিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ধৌড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত গাড়ির জট রয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে হাটাৎ করেই সড়কে অনেক গাড়ির চাপ বেড়ে যায়। যানজট নিরসনে পুলিশ ও ট্রাফিক বিভাগের চেষ্টার কোনো কমতি নেই। আমাদের এদিকের সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তবে গাজিপুর ও ধামরাইয়ের দিকে গাড়িগুলো আটকে আছে। আশা করছি দুপুরের মধ্যে সব সড়ক স্বাভাবিক হয়ে যাবে।

সাব্বির/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়