ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দৌলতদিয়ায় বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৮ জুলাই ২০২২   আপডেট: ১৪:০৩, ৮ জুলাই ২০২২
দৌলতদিয়ায় বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

ঈদ উল আজহার ছুটির প্রথমদিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ নৌপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে, ঈদের আগে প্রতিবার দৌলতদিয়ার যে রূপ দেখা যায় তা ছিল একেবারেই অচেনা। এবার এই রুটে এখন পর্যন্ত কোনো যানজট দেখা দেয়নি। ফলে স্বস্তিতে নৌরুট পার হতে পেরে অনন্দিত মানুষজন। 

এদিকে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে প্রচুর সংখ্যক মোটরসাইকেল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপার হতে দেখা গেছে।

শুক্রবার (৮ জুলাই) দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, লঞ্চ এবং ফেরিতে প্রচুর সংখ্যক মানুষ নৌরুট পারাপার করেছেন। প্রতিটি লঞ্চ এবং ফেরিতে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও বাসগুলো ছিল যাত্রীতে ভরপুর।

বিআইডাব্লিউটিসি ঘাট শাখা থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ৯ হাজার যানবাহন পারাপার হয়েছে।

যাত্রীরা জানান, কোনো রকম দুর্ভোগ ছাড়াই তারা ঘরমুখী হতে পারছেন। কিছু যাত্রী অভিযোগ করে জানান, বাসগুলো স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া শাখার সহকারী ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, এই মুহূর্তে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করছে। 

বিআইডাব্লিউটিএ এর পোর্ট অফিসার সাজ্জাদ হোসেন জানান, এই নৌ রুটে ছোট বড় মিলিয়ে ২০ টি লঞ্চ যাতায়াত করছে।

সুকান্ত/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়