ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৯ জুলাই ২০২২   আপডেট: ১৬:১১, ৯ জুলাই ২০২২
পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়

পদ্মা সেতু টোলপ্লাজা

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪ কোটি ১৯ লাখ টাকা টোল আদায় হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই টোল আদায় করা হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। 

আবুল হোসেন জানান, ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্তে (মুন্সীগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরায়) টোল প্লাজা দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। এটাই ছিল এ পর্যন্ত পদ্মা সেতুর সর্বোচ্চ টোল আদায়।

টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছে বিভিন্ন যানবহন 

তিনি আরো জানান, রাত পোহালেই ঈদুল আজহা। তবে শেষ দিনে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে ছয়টি লেন দিয়ে যানবাহন টোল দিয়ে পার হচ্ছে। তবে বিকেলের দিকে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে। 

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সকাল থেকে এই মহাসড়কে যানবাহনের কোনো চাপ নেই।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে যেন কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে, সে কারণে পুলিশ সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

আরো পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে চার দিনে পৌনে ১২ কোটি টাকা টোল আদায়

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়