ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেরপুরে বেশি ভাড়া আদায়ে ৩ বাস মালিকের জরিমানা

শেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৬ জুলাই ২০২২  
শেরপুরে বেশি ভাড়া আদায়ে ৩ বাস মালিকের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ

শেরপুরের নকলায় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ বাস মালিকদের জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে সত্যতা মিললে তিন বাস মালিককে ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও কয়েকটি বাসে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফিরত দিতে বাধ্য করা হয়।

নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তারিকুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়