ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টাঙ্গাইলে বৃক্ষমেলা চলছে

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৪ জুলাই ২০২২  
টাঙ্গাইলে বৃক্ষমেলা চলছে

র‌্যালি, আলোচনা সভা, বেলুন উড়ানো ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ  অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকাল থেকে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বনবিভাগ এ মেলার আয়োজন করে।

মেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। শেষে সামাজিক বনায়নের উপকারভোগী ৯ জনের মাঝে লভ্যাংশের ২৯ লাখ ৪৫ হাজার ৪১৫ টাকার চেক বিতরণ করা হয়। মেলায় ৪০টি নার্সারী অংশ নিচ্ছে।

/কাওছার/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়