ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কালভার্ট ভেঙে যাওয়ায় দুর্ভোগে ৪০ হাজার মানুষ 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৪ জুলাই ২০২২   আপডেট: ১৭:৩৭, ২৪ জুলাই ২০২২
কালভার্ট ভেঙে যাওয়ায় দুর্ভোগে ৪০ হাজার মানুষ 

মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদীর পাড় ঘেঁষে তৈরি একটি কালভার্ট ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে উপজেলার সিডিখান ইউনিয়ন ও সাহেবরামপুর ইউনিয়নের মধ্যে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন ৪০ হাজার মানুষ। 

স্থানীয় বাসিন্দারা জানান, পালরদী নদীর পাশে তৈরি কালভর্টটির মাধ্যমে সিডিখান ইউনিয়ন ও সাহেবরামপুর ইউনিয়নের মধ্যে সড়ক পথে যোগাযোগ স্থাপিত হয়। এই কালভার্ট ব্যবহার করে দুই ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াত করতেন। কিন্তু গত মঙ্গলবার 
কালভার্টটি নদীগর্ভে চলে যায়। 

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বেলাল রিজভী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়