ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অতিবৃষ্টিতে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

এস বাসু দাশ,বান্দরবান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২৬ জুলাই ২০২২   আপডেট: ২০:১০, ২৬ জুলাই ২০২২
অতিবৃষ্টিতে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়কের কালভার্ট দেবে গিয়ে খাগড়াছড়ির পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ডুবে যায় ও পানছড়ি-খাগড়াছড়ি সড়কের শুকনাছড়ি ছড়ার পানির স্রোতে দক্ষিণ নালকাটায় বক্স কালভার্ট দেবে গিয়ে রাস্তা ভেঙে পড়ে। এতে খাগড়াছড়ি থেকে পানছড়ি উপজেলায় যাতায়াতের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য বিনয় চাকমা বলেন, টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে। আজ ভোর থেকে হঠাৎ ভারী বৃষ্টিতে শুকনাছড়ি ছড়ায় পানির স্রোতে কালভার্টটি দেবে যায়। এতে সকাল থেকেই সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে খবর পেয়ে বিচ্ছিন্ন সড়ক পরিদর্শন করেছেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

এ সময় তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। পাশাপাশি সড়ক ও জনপদ বিভাগকে জানিয়েছি। আশা করি দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

/বাসু/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়