ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চুয়াডাঙ্গায় ভারি বর্ষণ, জনজীবনে স্বস্তি 

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২৮ জুলাই ২০২২  
চুয়াডাঙ্গায় ভারি বর্ষণ, জনজীবনে স্বস্তি 

ভ্যাপসা গরম আর লোডশেডিংয়ে জনজীবনে যখন নাভিশ্বাস অবস্থা, তখন চুয়াডাঙ্গায় প্রায় দুই ঘণ্টার ভারি বর্ষণ জনজীবনে স্বস্তি নিয়ে এসেছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় দুপুর সোয়া ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও আকাশে মেঘ জমে আছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 

তিনি আরও জানান, জেলায় গত বছর ২ জুলাই সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৬২ মিলিমিটার এবং জুলাই মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩২২ মিলিমিটার।  

দুই ঘণ্টার বৃষ্টিপাতে জেলার নিচু অঞ্চল ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।  
 

মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়