ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিনাজপুরে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ৩১ জুলাই ২০২২   আপডেট: ১৪:৪৩, ৩১ জুলাই ২০২২
দিনাজপুরে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত

দিনাজপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে। সেখানে ৯০ মিলিমিটার বৃষ্টি হয়ছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তোফাজ্জল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘গত ২৮ জুলাই মধ্যরাতে রংপুর বিভাগের উপর বৃষ্টির বলয় বিরাজমান হয়। যার ফলশ্রুতিতে ২৯ তারিখে (শুক্রবার) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে ৫৭ মিলিমিটার। পরের দিন এটি সক্রিয় হয় রংপুর জেলায়। রংপুরে ৩০ জুলাই (শনিবার) দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ৯৫ মিলিমিটার। উক্ত দিনে এটি দিনাজপুরসহ রংপুর বিভাগের প্রায় সব জেলায় বিস্তার লাভ করে। ফলে গত ২৪ ঘণ্টায় (শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত) দিনাজপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৮২ মিলিমিটার।’ 

তিনি আরও বলেন, ‘এদিন রংপুরে ৪৬, পঞ্চগড়ে ২০, সৈয়দপুরে ৭৬ এবং কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বোচ্চ বৃষ্টি ৯০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আগামী তিনদিন রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী ধরণের বৃষ্টিপাত হতে পারে।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়