ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাস্তার মাঝখানে গর্ত, ঘটছে দুর্ঘটনা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৩১ জুলাই ২০২২  
রাস্তার মাঝখানে গর্ত, ঘটছে দুর্ঘটনা

সিলেটের ব্যস্ততম বানিজ্যিক এলাকা কালিঘাটের মনির মিয়া পয়েন্টে রাস্তার মাঝখানে ড্রেইন ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ২ হাত প্রস্থ ও ৪ হাত দৈর্ঘ্য গর্তটির কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ীরা লাল কাপড় দিয়ে স্থানটি চিহ্নিত করলেও গর্তটি বন্ধ করতে এখনো কোনো পদক্ষেপ নেয়নি সিটি করপোরেশন।

রোববার (৩১ জুলাই) মনির মিয়া পয়েন্টের ব্যবসায়ী শফিক মিয়া বলেন, ‘প্রায় দুই মাস আগে ড্রেন ভেঙে গর্তটি সৃষ্টি হয়। কয়েকদিন আগেও এক লোক এই গর্তে পড়ে গিয়ে আহত হন। এরপর সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখেন স্থানীয়রা।’

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র বড় বড় বিল্ডিং ভাঙাগড়া নিয়ে ব্যস্ত। এতো ছোট কাজ করার সময় তার নেই।  অথচ প্রতি বছর কালিঘাটের ব্যবসায়ীরা লাখ লাখ টাকা সরকারকে টেক্স দেয়। কিন্তু নগর ভবনের চরম দায়িত্ব অবহেলার কারণে রাস্তার মাঝখানে গর্তটি মেরামত হচ্ছে না। বারবার যোগাযোগ করলেও নগর ভবন থেকে গর্তটি মেরামত কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান বলেন, ‘বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়