ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হারপিক পানের দুইমাস পর শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৩১ জুলাই ২০২২   আপডেট: ২০:১৮, ৩১ জুলাই ২০২২
হারপিক পানের দুইমাস পর শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর গাংনী উপজেলায় হারপিক পানের দুই মাস পর সুম্মা খাতুন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুম্মা খাতুন সহড়াতলা গ্রামের হাবুল উদ্দিনের মেয়ে ও স্থানীয় এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস বলেন, ‘পারিবারিক কলহের জেরে সুম্মা খাতুন নিজ বাড়িতে হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে প্রথমে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মহাসিন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়