ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুজিবনগরে ভুয়া চিকিৎসককে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৩ আগস্ট ২০২২   আপডেট: ১২:৪৫, ৩ আগস্ট ২০২২
মুজিবনগরে ভুয়া চিকিৎসককে জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে মো. মোমিনুল ইসলাম নামে ভুয়া এক পশু চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন।

মোমিনুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের মোসাদ আলী শেখের ছেলে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মোমিনুল ইসলাম কোনো সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে এলাকায় পশু চিকিৎসা করছিলেন। তার প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও নেই কোনো অনুমতি। শুধুমাত্র ওয়েভ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা থেকে কয়েকদিনের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ নিয়েই নেমে পড়েন পশু চিকিৎসায়। এছাড়া বিভিন্ন সময়ে বেসরকারিভাবে গরুর কৃত্রিম প্রজনন বাবদ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণীসম্পদ অফিস ও পুলিশের একটি টিম। অভিযানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য অফিসার মো. রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক। 

/মহাসিন আলী/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়