ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গা সীমান্তে ৮০ হাজার ডলার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৩ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৪৩, ৩ আগস্ট ২০২২
চুয়াডাঙ্গা সীমান্তে ৮০ হাজার ডলার উদ্ধার

ফাইল ফটো

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তে ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বিজিবি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা। বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে এসব মুদ্রা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘বিজিবির ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, একদল চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করবে। সে অনুসারে অভিযান চালানো হয়। কিন্তু চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৮টি মার্কিন ডলারের বান্ডিল (১ হাজার পরিমাণের) রেখে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত ডলার দামুড়হুদা মডেল থানায় জমা দেওয়া হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েকজন চোরাকারবারির নামে অবৈধ অনুপ্রবেশ ও চোরাকারবারির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’

মামুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়