ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নওগাঁয় বেড়েছে চালের দাম

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৩ আগস্ট ২০২২   আপডেট: ১৭:০৫, ৩ আগস্ট ২০২২
নওগাঁয় বেড়েছে চালের দাম

নওগাঁয় বেড়েছে সব ধরনের চালের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে খুচরা বাজারে চালের দাম বেড়েছে।

অপরদিকে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম ও আমদানিকৃত চালের দাম বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে।

বুধবার (৩ আগস্ট) সরেজমিনে নওগাঁর বিভিন্ন মোকাম ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। আর বস্তা প্রতি বেড়েছে একশ থেকে দেড়শ টাকা।

বর্তমানে নওগাঁর খুচরা বাজারে প্রতি কেজি কাটারি ৬৮ থেকে বেড়ে ৭০, জিরা ৬০ থেকে বেড়ে ৬২, আটাশ ৫৪ থেকে বেড়ে ৫৬, স্বর্ণা ৪৬ থেকে বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা চাল ব্যবসায়ী তাপস কুমার বলেন, ‘মিলাররা চাল দিতে চাচ্ছেন না। আবার দিলেও তা কিনতে হচ্ছে বেশি দামে। আর আমরা বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ’

নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘দেশে ধানের উৎপাদন বৃদ্ধি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

জেলার খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী বলেন, ‘অবৈধ মজুদ রেখে চালের দাম বৃদ্ধি করছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ মজুদের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাজু/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়