ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে সাত মাসে ৩০ ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৪ আগস্ট ২০২২  
নোয়াখালীতে সাত মাসে ৩০ ধর্ষণ

‘নারীর প্রতি সহিংসতা রুখে দাও’ এ স্লোগানে নোয়াখালীতে সাম্প্রতিক নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদন প্রকাশ করেছে জেলা নারী অধিকার জোট নোয়াখালী।

সংগঠনটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই এ সাত মাসে নোয়াখালীতে ৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাত জনকে হত্যা করা হয়েছে। এছাড়া যৌতুকের জন্য নির্যাতনের স্বীকার হয়েছে ৭জন। অপহরণের ঘটনা ঘটেছে তিনটি। এছাড়া বিভিন্ন ঘটনায় আরো ১২ জন নারী হত্যার স্বীকার হয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে গত সাত মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক লায়লা পারভিন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, অ্যাডভোকেট কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু, ফরজানা তিথি প্রমুখ।

বক্তারা নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতিতাদের সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান।

মওলা সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়