ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লামায় গাড়ি পাহাড়ি খাদে পড়ে স্কুলছাত্রী নিহত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৬ আগস্ট ২০২২  
লামায় গাড়ি পাহাড়ি খাদে পড়ে স্কুলছাত্রী নিহত

বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহী টমটম গাড়ি পাহাড়ি খাদে পড়ে তাসমিন আক্তার নামে স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ যাত্রী। 

শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া-লামা সড়কের ইয়াংছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি। নিহত তাসমিন আক্তার পাশের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে যাত্রী বোঝাই করে টমটম গাড়িটি লামা উপজেলার ইয়াংছা এলাকায় যাচ্ছিল। গাড়িটি সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্পের আগের মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে স্কুলছাত্রী তাসমিন আক্তার মারা যায়। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বাসু/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়