ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জমে পানি, দুর্ভোগ

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৭ আগস্ট ২০২২   আপডেট: ১৮:২৬, ৭ আগস্ট ২০২২
সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জমে পানি, দুর্ভোগ

সামান্য বৃষ্টিতেই ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৬৮নং পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। আর একদিন বৃষ্টি হলে পানি জমে থাকে মাসের পর মাস।

মাঝে মধ্যে সেই পানিতে পড়ে কোমলমতি শিক্ষার্থীদের জামা-কাপড় ও বই-খাতা নষ্ট হয়ে যায়। এছাড়া দীর্ঘদিন পানি জমে থাকার কারণে পচা দুর্গন্ধ বের হয়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, মাঠে পানি জমে থাকার কারণে তাদের বিদ্যালয়ে আসতে সমস্যা হয়। মাঝে মধ্যে পানিতে পড়ে অনেকের স্কুল ড্রেসসহ বই-খাতা ভিজে যায়। এছাড়া পানি জমে থাকার কারণে খেলাধুলা করতে পারছে না তারা।

৬৮ নং পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম বলেন, ‘বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে মাঠে পানি জমেছে। একবার পানি জমলে থেকে যায় কয়েক মাস। এতে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া দীর্ঘদিন পানি জমে থাকার কারণে পচা দুর্গন্ধ বের হয়, এতে ব্যাহত হচ্ছে পাঠদান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন বলেন, ‘বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনের জন্য বর্তমানে সরকারি কোনও বরাদ্দ নেই। সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে এ সমস্যা থাকবে না।’

মনজুর/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়