ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১০ আগস্ট ২০২২  
মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

কর্মবিরতিতে হবিগঞ্জের একটি চা বাগানের নারী শ্রমিকরা

মজুরি বাড়ানোর দাবিতে পূর্ব ঘোষিত কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জ জেলার চা বাগানগুলোর শ্রমিকরা। 

বুধবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা একযোগে এ কর্মবিরতি পালন করেন।

জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ, বাহুবল উপজেলার পাহাড়ি এলাকায় ছোট বড় ৪১টি চা বাগান রয়েছে। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৩২ হাজার শ্রমিক চা পাতা উত্তোলনে জড়িত।

চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে চা-শ্রমিকরা তীর-ধনুক নিয়ে যুদ্ধ করেছিলেন। কিন্তু দেশে এখনও চা শ্রমিকরা ভূমির অধিকার থেকে বঞ্চিত। চা শ্রমিকদের জীবনমানের তেমন উন্নয়ন ঘটেনি। শিক্ষা ও স্বাস্থ্য চাহিদা এখনও পূরণ হয়নি। আর তাই অবিলম্বে চা শ্রমিকদের চুক্তি নবায়ন, দৈনিক মজুরি ৫০০ টাকা, রেশন হিসাবে সাপ্তাহিক ৫ কেজি চাল দিতে হবে।’ 

চা শ্রমিকদের অধিকার আদায়ে নাটক ও গানের মাধ্যমে দাবি জানিয়ে আসা চুনারুঘাট উপজেলার দেউন্দি প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস জানান, বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। দাবি আদায় না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 

মামুন চৌধুরী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়