ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাড়িতে হামলার ঘটনায় ইউপি সদস্যসহ আটক ৮ 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১০ আগস্ট ২০২২  
বাড়িতে হামলার ঘটনায় ইউপি সদস্যসহ আটক ৮ 

সাভারের আশুলিয়ায়  একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে ইউপি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১০ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ প্রধান। 

এর আগে মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৮ টার দিকে আশুলিয়া নিরিবিলি মুক্ত ধারা এলাকার আবদুল জলিলের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিউল আলম সোহাগ, রবিউল, তুহিন, ফাহিম, হাবিব, রনিসহ আটজন। 

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাতে নিরিবিলি মুক্ত ধারা এলাকার একটি খেলার মাঠে তৌহিদ ও শাওন নামের দুই বন্ধু বসে ছিল। এ সময় ফাহিমসহ আরও ১০ থেকে ১৫ জন যুবকের সঙ্গে তৌহিদ ও শাওনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফাহিম দেশি অস্ত্র নিয়ে হামলা করলে তাকে আটকিয়ে বাড়ি নিয়ে যায় তৌহিদের লোকজন। বিষয়টি ইউপি সদস্য সোহাগ জানতে পেরে নিজের লোকজন নিয়ে তৌহিদের বাড়িতে হামলা ও লুটপাট চালান। এতে তৌহিদ ও তার মা-বোনসহ কয়েকজন আহত হন। পরে তৌহিদকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই শরীফ প্রধান বলেন, ইউপি সদস্যকে আটক করা হয়েছে। গত রাত থেকে তিনি আটক আছেন। মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। 

সাব্বির/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়