ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘জ্বালানি তেলের দামে রাজনীতির তাওয়া গরম হয়েছে’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১০ আগস্ট ২০২২  
‘জ্বালানি তেলের দামে রাজনীতির তাওয়া গরম হয়েছে’

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান (মোস্তফা) বলেছেন, ‘জাতীয় নির্বাচনের বাকি এক বছর। এরমধ্যে অনেক ঘটনা ঘটবে। ইতোমধ্যেই জ্বালানির তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে রাজনীতির তাওয়া গরম হয়ে উঠেছে। এখানে এখন ধান ফেললে খই হবে, চাল ফেললে মুড়ি হবে। জাতীয় পার্টি জনগণের দল। যখন প্রয়োজন হবে, জনগণের ঢাল হয়ে দাঁড়াবে জাতীয় পার্টি।’ 

বুধবার (১০ আগস্ট) দুপুরে নগরীর পায়রা চত্বরে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, টাকা পাচার ও লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। 

মোস্তাফিজার রহমান বলেন, ‘আইএমএফের ঋণের জন্য জনগণের কথা ভাবছে না সরকার। অবিলম্বে জনমনে স্বস্তি ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। নইলে এ সরকার দেশ ছেড়ে পালানোর পথ পাবে না।’ 

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

আমিরুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়