ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জোয়ারে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ১০ আগস্ট ২০২২   আপডেট: ১৯:০৩, ১০ আগস্ট ২০২২
জোয়ারে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট

জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে। এতে বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। উভয় পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

জানা গেছে, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর রুট। বর্তমানে এই রুটে ৪টি ফেরি চলাচল করছে। মেঘনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঘাটটি তলিয়ে গেছে।

ট্রাক চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও গন্তব্যে যেতে পারছি না। কখন যেতে পারবেন সেটাও জানা নেই।

বিআইডব্লিটিসির মেরিন অফিসার মো. আল আমিন বলেন, ‘ঘাট তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া অতি জোয়ারে ঘাটের রেম সরে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ ব্যাপারে বিআইডব্লটিএর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘জোয়ারের পানি নেমে গেলে ঘাটটি মেরামত করা হবে।’

মনজুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়