ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিএনপির আন্দোলন জোরদার করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে’ 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১১ আগস্ট ২০২২  
‘বিএনপির আন্দোলন জোরদার করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে’ 

আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে তাড়াতে হবে। আন্দোলনের মাধ্যমে দেশে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। আর এ জন্য  বিএনপির আন্দোলনকে জোরদার করতে হবে। তাই দলের তৃণমূলকেও শক্তিশালী করতে হবে।’

বৃহষ্পতিবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলানায়তনে রাঙামাটি বিএনপির সাবেক সভাপতি মরহুম মো. শাহ আলমের শোক সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‘বর্তমান সরকারের ছত্রছায়ায় দেশ এখন দুর্নীতিবাদ ও লুটরাজদের দখলে। দেশের লাখ লাখ কোটি কোটি  টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের মানুষকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এ সরকার। দেশের সাধারণ মানুষকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন জোরদার করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বাংলাদেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধির সরকার দেখতে চায়। অনির্বাচিত দখলদারদের কাছ থেকে মুক্তি পেতে চায় এ দেশের মানুষ। জবাবদিহি সরকার যতদিন না হবে ততদিন এই অন্যায় অবিচার চলতে থাকবে। গুম খুন চলতে থাকবে। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে।’

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দীন মজুমদার, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদ দীপেন দেওয়ান ,সাবেক সংসদ সদস্য মণি স্বপন দেওয়ান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুসহ দলটির বিভিন্ন  স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজয় ধর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়