ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সৈকতে ফুটবল খেলায় নিষেধাজ্ঞা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১১ আগস্ট ২০২২   আপডেট: ১৮:০৭, ১১ আগস্ট ২০২২
সৈকতে ফুটবল খেলায় নিষেধাজ্ঞা

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতে ফুটবল খেলায় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৈকতে কাউকে ফুটবল না খেলার অনুরোধ জানিয়েছে তারা। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

রেজাউল করিম জানান, সৈকতের লাবনী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সবসময় প্রচুর সংখ্যক পর্যটক উপস্থিত থাকেন। ফুটবল খেলার কারণে প্রায়ই সৈকতে ঘুরতে আসা পর্যটকদের গায়ে আঘাত লাগে। অনেক সময় পর্যটকদের শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত লেগে বড় ধরণের দুর্ঘটনা ঘটে। 

তিনি আরও জানান, কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের লাবনী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত বিশেষ করে যে সব জায়গায় পর্যটকদের উপস্থিতি বেশি থাকে সেখানে ফুটবল না খেলার জন্য বলা হয়েছে। তবে, বিচ ম্যানেজমেন্ট কমিটির অনুমতি নিয়ে পর্যটকদের আনাগোনা থাকে না এমন জায়গায় ফুটবল খেলা যাবে। যে কোনো প্রয়োজনে সহায়তা নিতে ০১৩২০১৫৯০৮৭ মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ করেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়