ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝালকাঠিতে আগুনে পুড়লো ৩ বসত ঘর 

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৩ আগস্ট ২০২২   আপডেট: ১০:৫৫, ১৩ আগস্ট ২০২২
ঝালকাঠিতে আগুনে পুড়লো ৩ বসত ঘর 

ঝালকাঠি সদর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থতরা। 

শুক্রবার (১২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আলী আজিমের টিনের ঘর থেকে আগুনের সূত্রপাত। এসময় ওই বাড়িতে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরতে শুরু করে। এতে পাশের নাজমুল হাওলাদার ও হারুন হাওলাদারের টিনের ঘর পুড়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলেই উদ্দেশ্যে রওনা দেয়। তবে সড়ক যোগাযোগ ভালো না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের পৌঁছাতে পারেনি। পরে ভ্যান গাড়িতে করে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ নাজমুল হোসেনের স্ত্রী আমেনা বেগম বলেন, ‘আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা শেষ হয়ে গেছি।’

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, ‘ রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি। সময় মত গাড়ি আসতে পারলে ক্ষতির পরিমাণ কম হত। তিনটি ঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ঝালকাঠি ফায়ার স্টেশনের স্টেশন  অফিসার মো. শফিফুল ইসলাম জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। 

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়