ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পোশাক পেলো পথের পাঠশালার সকল শিক্ষার্থী ও শিক্ষক

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১৩ আগস্ট ২০২২  
পোশাক পেলো পথের পাঠশালার সকল শিক্ষার্থী ও শিক্ষক

পোশাক পেলো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান পথের পাঠশালার ৮০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক। 

লিভারপুল ইউকে প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলমের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের এসব পোশাক বিতরণ করা হয়। 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১২ আগস্ট) বিকেলে পোশাক বিতরণকালে ছিলো উৎসবের আমেজ।

শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক জালাল উদ্দিন রুমির পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান। 

প্রধান আলোচক ছিলেন লিভারপুল ইউ কে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফখরুল আলম। 

উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুর রকিব, বর্তমান সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনসহ রেলওয়ে মুক্ত স্কাউটের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের ছিন্নমূল ও বস্তিতে বসবাসকারী দরিদ্র শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে ২০১৭ সাল থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ পথের পাঠশালার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। 

প্রতি শুক্রবার বিকেলে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পথের পাঠশালার শিক্ষার্থীদেরকে ক্লাস করানো হয়।

অনুষ্ঠানে বক্তব্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান বলেন, পথের পাঠশালার শিক্ষার্থীদের উন্নয়নে উপজেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হবে। একই সাথে আগামীতে স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ উপহার দেওয়ার ঘোষণা দেন সাংবাদিক ফখরুল আলম।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়