ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

উপকূলে সুপেয় পানি নিশ্চিতের দাবি 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৩ আগস্ট ২০২২   আপডেট: ১৪:৩৫, ১৩ আগস্ট ২০২২
উপকূলে সুপেয় পানি নিশ্চিতের দাবি 

‘বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার (১৩ আগষ্ট) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক কমিটির আয়োজনে বেসরকারি এনজিও ‘লির্ডাস’ ও ‘স্বদেশ’ এর সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে ও স্বদেশ'র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর সামাদ, জেলা প্রতিবন্ধী  পুর্নবাসন কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, শ্যামনগর উপজেলা  যুব ফোরামের  সভাপতি মো. মমিনুর রহমান,  কালিগঞ্জ  উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন হচ্ছে। তবে উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। সাতক্ষীরা উপকূল অঞ্চলের মানুষ সুপেয় খারাপ পানির জন্য এখনও হাহাকার করছে। নদী ভাঙনসহ বিভিন্ন সময়ে সুপেয় পানির সংকটের কারণে নানা রোগে আক্রান্ত হয় নারী শিশুরা। দ্রুত এ সমস্যা সমাধানে সরকারের উদ্যোগী হওয়া উচিত।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়