ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৫ আগস্ট ২০২২   আপডেট: ১২:২২, ১৫ আগস্ট ২০২২
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি পানামা পোর্ট লিঙ্কের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি রাইজিংবিডিকে বলেন, ১৫ আগস্ট উপলক্ষে সোমবার সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করবে না। এছাড়া, বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, একদিন বন্ধের পর আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে, হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান রাইজিংবিডিকে বলেন, শোক দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

মোসলেম উদ্দিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়