ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধর্মঘট অব্যাহত রেখেছেন হবিগঞ্জে চা শ্রমিকরা 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১৬ আগস্ট ২০২২  
ধর্মঘট অব্যাহত রেখেছেন হবিগঞ্জে চা শ্রমিকরা 

কাজে যোগ না দিয়ে অলস সময় কাটাচ্ছেন হবিগঞ্জের চা শ্রমিকরা

দাবি আদায়ে হবিগঞ্জে জেলার চার উপজেলার চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে এ ধর্মঘট পালন করছেন তারা। 

এদিকে চা শিল্পের চলমান সংকট নিরসনে মঙ্গলবার (১৬ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম অধিদপ্তরের কার্যালয়ে চা শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসির। 

চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নৃপেন পাল বলেন, ‘মজুরি বাড়ানোর আন্দোলন অব্যাহত আছে। শ্রমিকরা এখনও কাজে যোগ দেননি। তবে যেহেতু শ্রম অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন পরেই আমাদের সঙ্গে বৈঠকে বসবেন, সেই বিবেচনায় কর্মসূচি থেকে মহাসড়ক অবরোধের বিষয়টি একদিন পেছানো হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত বুঝে শ্রমিকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

চা শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১২০ টাকা মজুরি অত্যন্ত কম। তাই মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের ১০ জন শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনায় কোনো ফলাফল আসেনি। তাই শনিবার (১৩ আগস্ট) থেকে টানা ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।

চা বাগান সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের প্রায় ১৫ হাজার ৭০৩.২৪ হেক্টর জমিতে ২৫টি ফ্যাক্টরিযুক্ত চা বাগান রয়েছে। এ ছাড়া ফাঁড়িসহ প্রায় ৪১টি বাগানের প্রায় প্রতি হেক্টর জমিতে ২২-২৫ শ কেজি চা পাতা উৎপাদন হয়। এসব বাগানে বছরে ১ কোটি ৩০ লাখ কেজি চা উৎপাদন হয়ে থাকে। 

বাংলাদেশ চা বোর্ড ও চা-শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, দেশে সবমিলিয়ে ২৫৬ টি চা-বাগান আছে। এতে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা ১ লাখ ৩ হাজারের বেশি। অস্থায়ী শ্রমিকের সংখ্যা ৩০ হাজার। দেশে মোট চা শ্রমিক পরিবারের বাসিন্দা প্রায় ৮ লাখ। 

মামুন চৌধুরী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়