ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পঞ্চগড়ে অবৈধ সোয়াবিন তেল কারখানা সিলগালা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ১৭ আগস্ট ২০২২  
পঞ্চগড়ে অবৈধ সোয়াবিন তেল কারখানা সিলগালা

পঞ্চগড়ে অনুমোদন ছাড়াই গোপনে সোয়াবিন তেল কারখানা স্থাপন করে বিএসটিআইর সিল ব্যবহার করায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামের তরিকুলের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহম্মেদ ও আব্দুল আল মামুন কাউসার শেখ অভিযান পরিচালনা করেন। বিএসটিআইর কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) রংপুরের পরিদর্শক মেসবাহউল হাসান জানান, ওজনে তেল কম দিয়ে বাজারজাত করার পাশাপাশি বিএসটিআইর সিল নকল করে ব্যবহার করা হচ্ছিল। কারখানা সিলগালা করার পাশাপাশি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা এবং তেলের খালি বোতলসহ কিছু মালামাল ধ্বংস করা হয়।

নাঈম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়