ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কমেছে ডিমের দাম, হালি ৪০ টাকা

মোসলেম উদ্দিন, দিনাজপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৯ আগস্ট ২০২২  
কমেছে ডিমের দাম, হালি ৪০ টাকা

ছবি: রাইজিংবিডি

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডিমের দাম কমেছে হালিতে ৬ টাকা। ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের ভয়ে দাম কমে যাচ্ছে বলে জানিয়েছেন ডিম ব্যবসায়ীরা। 

আরও পড়ুন: কারসাজি করে ডিমের দাম বাড়ানো হয়েছে: ভোক্তা অধিকার

৪৬ টাকার ডিম বিক্রি করছেহ তারা ৪০ টাকা হালি। এদিকে দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে হিলির ডিমের বাজার ঘুরে দেখা যায়, গত বুধবার ডিমের হালি বিক্রি হয়েছিলো ৪৬ টাকা। এখন কমে তা বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে। 

হিলি বাজারে ডিম কিনতে আসা রমিজ উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ডিম একটি পুষ্টিকর খাদ্য, তাই বাড়িতে সবসময় ডিম রাখা হয়। কিন্তু হঠাৎ ডিমের দাম বেড়ে যাওয়ায় কিছুদিন থেকে কম করে নিয়েছি। তবে আজ দাম অনেকটা কম ৪০ টাকা হালি নিলাম। এর আগে ৫০ টাকা হালি পর্যন্ত কিনতে হয়েছিলো।

দিনমজুর লিয়াকত হোসেন রাইজিংবিডিকে বলেন, আমরা গরীব মানুষ। মাছ-মাংস কম কিনতে পারি। যে দাম মাংসের, ১১০ টাকার ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা। গরুর মাংস সাড়ে ৬০০ টাকা। আজ ৪০ টাকা হালি কিনলাম।

হিলি বাজারের পাইকারি ডিম ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক রাইজিংবিডিকে বলেন, খামারিরা আগে ১৫০০ থেকে ১৬০০ টাকায়  খাদ্যের বস্তা কিনেছেন। বর্তমান সেই বস্তা ২৮০০ টাকা দরে কিনতে হচ্ছে। যে কারণে ডিমের দাম বেড়েছিল। গত বুধবার ৪৬ টাকা হালি পাইকারি বিক্রি করেছি। বিভিন্ন স্থানে প্রশাসন অভিযান চালাচ্ছে। যেজন্য খামারিসহ ব্যবসায়ীরা ডিমের দাম কমিয়ে দিচ্ছেন। আজ আমরা ৪০ টাকা হালি ডিম পাইকারি বিক্রি করছি।

/মোসলেম/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়