ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেনীতে ট্রাকে মিললো দুই বস্তা ফেনসিডিল, চালক গ্রেপ্তার

ফেনী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৯ আগস্ট ২০২২  
ফেনীতে ট্রাকে মিললো দুই বস্তা ফেনসিডিল, চালক গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩০০ বোতল ফেনসিডিল আটক করেছে র‌্যাব-৭। এ ঘটনায় ট্রাকচালক মোহাম্মদ মিলন (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদে র‍্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারি ট্রাকযোগে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে চট্টগ্রাম যাচ্ছে। ১৮ আগস্ট গভীর রাতে র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের র‌্যাব দল মহিপালের মধুমেলা ব্রেড অ্যান্ড সুইটস লিঃ এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে।  এসময় একটি ট্রাকের ড্রাইভিং সিটের পাশে দুইটি প্লাস্টিকের বস্তায় ৩০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ঘটনায় ট্রাকচালক মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়েছে। 

ট্রাকচালক মিলন নোয়াখালী জেলার মাইজদী দানা মিয়ারবাজার গ্রামের আব্দুল মালেকের ছেলে। 

সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সৌরভ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়