ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ এক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৯ আগস্ট ২০২২   আপডেট: ১৫:২৩, ১৯ আগস্ট ২০২২
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ এক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২ জেলের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনার পরপরই ১২ জেলেকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়। 

ট্রলারটিতে থাকা এক জেলের এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের ১০ কিলোমিটার দক্ষিণের দমারচর এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া জেলেদের নাম হল- মাইনুদ্দিন ও মো. ফরিদ। এদের বাড়ি হাতিয়া উপজেলার জাহাজ মারা ইউনিয়নে।

নিখোঁজ জেলের নাম হল বেলাল উদ্দিন। তার বাড়ি ভোলায়। 

স্থানীয়রা জানান, নেছার মাঝির ফিশিং বোট ১৬ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরতে নিঝুম দ্বীপ ইউনিয়নের ১০ কিলোমিটার দক্ষিণের দমারচর এলাকায় যায়। এসময় বৈরি আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। পরে পাশ্ববর্তী ট্রলার, নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত এবং দুই জনের লাশ উদ্ধার করে। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, হাতিয়া কোস্টগার্ডের একটি টিম উদ্ধার অভিযানে নেমেছে। তারা ঘটনাস্থলে রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘নিহত এবং নিখোঁজদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নাম এবং পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।’

মওলা সুজন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়