ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লালমোহন-কালাইয়া নৌরুটে চালু হবে ফেরি সার্ভিস

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৯ আগস্ট ২০২২  
লালমোহন-কালাইয়া নৌরুটে চালু হবে ফেরি সার্ভিস

ভোলার লালমোহনের সঙ্গে সড়ক পথে দক্ষিণাঞ্চলের জেলাগুলোকে সংযুক্ত করতে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। আর এ জন্য ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঘাট এলাকা পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৯ আগষ্ট) সকালে প্রতিনিধি দলটি লালমোহনের নাজিপুর এবং পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার কালাইয়া ঘাট পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন- বিআইডব্লিটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্য)  এস এম অশিকুজ্জামান, ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী। 

এছাড়াও ভোলা বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. পারভেজ খান, তজুমদ্দিনের নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোসা. মরিয়ম বেগম এসময় উপস্থিত ছিলেন। 

বিআইডব্লিটিস ম্যানেজার মো. পারভেজ খান বলেন, লালমোহন-কালাইয়া ফেরি চালু হতে পারে। কারণ, এ পথে ফেরি চালু হলে চট্রগ্রাম, কুমিল্লা, পায়রা বন্ধরের সঙ্গে সড়কপথে যোগাযোগ সহজ হবে। তাই খুব দ্রুত ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি। ফেরি চালুর আগে কালাইয়া সড়কটি সংস্কার করতে হবে। 

মনজুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়