ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাগরে আরো ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২০ আগস্ট ২০২২   আপডেট: ১৪:৩৮, ২০ আগস্ট ২০২২
সাগরে আরো ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩

ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলার ডুবে গেছে। এতে একটি ট্রলারের ১৩ জেলে নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাতে চরফ্যাশনের শামরাজ ঘাটের অদূরে সাগর মোহনায় এ ঘটনা ঘটে।

এদিকে নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের ৫টি টিম সাগরে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে লালমোহনের বাতির খাল এলাকার ফারুক মাঝির ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের ১৮ জেলের মধ্যে ৫ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ১৩ জন। এছাড়াও চরফ্যাশনের ঢালচর থেকে আরো দুটি ট্রলারের সন্ধান পাওয়া যাচ্ছে না।

বাতির খাল এলাকার মনির মাঝি ও ডুবে যাওয়া ট্রলারের মালিক ফারুক মাঝি জানান, ঝড়ের পর তিনটি ট্রলার ডু্বে গেছে। একটি ট্রলারের ৫ জেলেকে উদ্ধার করা গেলেও ১৩ জেলে নিখোঁজ আছেন। বাকি দুটি ট্রলারে কতোজন জেলে ছিলেন সে বিষয়ে কিছু আমরা জানি না। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ওয়াহিদুলজ্জামান বলেন, ঝড়ের কবলে ট্রলার ডুবির খবর পেয়েছি। তবে কতোগুলি ট্রলার ডুবেছে সে সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাসুম বলেন, ‘ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কোস্টগার্ডে ৫টি টিম সাগরে অভিযানে রয়েছে।’

আরো পড়ুন: বঙ্গোপসাগরে ১১ ট্রলারডুবি, ৩৪ জেলে নিখোঁজ 

মনজুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়