ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সন্ধান মেলেনি ভোলার ১৮ জেলের, পরিবারে উৎকণ্ঠা

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৩ আগস্ট ২০২২   আপডেট: ১৬:২১, ২৩ আগস্ট ২০২২
সন্ধান মেলেনি ভোলার ১৮ জেলের, পরিবারে উৎকণ্ঠা

পাঁচ দিনেও সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে যাওয়া ভোলার চরফ্যাশন উপজেলার ২টি ট্রলারের ১৮ জেলের। ঝড়ের রাত থেকেই এসব জেলের কোনো খোঁজ মিলছে না। ফলে এসব জেলেদের পরিবারে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে নিখোঁজ জেলেদের সন্ধানে সমুদ্রে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। বাহিনীটির দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল একথা জানান।

নিখোঁজ জেলে বারেক মাঝির ভাই মো. বাবুল বলেন, ‘গত ১৭ আগস্ট সকালে আমার ভাই বারেক মাঝি, আলাউদ্দিন মাঝি, আল-আমিনসহ ১৩ জন জেলে মাছ শিকারে সাগরে যান। বৈরি আবহাওয়ার পর থেকেই তাদের কোনো খোঁজ মিলছে না। মোবাইলেও তাদের পাওয় যাচ্ছে না। তারা বেঁচে আছে নাকি মারা গেছে তাও কারোর জানা নেই। সরকারের কাছে আমাদের অনুরোধ তারা যেন আমার ভাইসহ সবাইকে খুঁজে পেতে সহযোগীতা করেন।’

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘দুটি ট্রলারের ১৮ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ চলছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ওবায়েদুল্লাহ বলেন, ‘ গত শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ২০-২৫টি ট্রলারেরর ২০০ জেলে নিখোঁজ হন। এদের বেশির ভাগকেই উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন ১৮ জন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।’

মনজুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়