ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লংগদুতে জেএসএস-ইউপিডিএফ নেতাদের সংঘর্ষ

রাঙামাটি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৪ আগস্ট ২০২২   আপডেট: ১৩:১৫, ২৪ আগস্ট ২০২২
লংগদুতে জেএসএস-ইউপিডিএফ নেতাদের সংঘর্ষ

রাঙামাটির লংগদুর ছোট কাট্টলী এলাকায় সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। 

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সাড়ে ৮ আটটার দিকে লংগদুর কাট্টলী এলাকায় জনসংহতি সমিতি (সন্তু) ও ইউপিডিএফ মূল দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কাট্টলী এলাকায় জনসংহতি সমিতি (সন্তু) ও ইউপিডিএফ মূল দলের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘রাতে গোলাগুলির ঘটনা শুনেছি। ওই ঘটনায় কতজন নিহত হয়েছে আমরা নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।’

তিনি আরও বলেন, যেহেতু এলাকাটি দুর্গম তাই পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

বিজয় ধর/ মাসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়