ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদারীপুরে বিএনপির দু’ গ্রুপে সংঘর্ষ, আহত ১৫ 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২৪ আগস্ট ২০২২   আপডেট: ২২:৩১, ২৪ আগস্ট ২০২২
মাদারীপুরে বিএনপির দু’ গ্রুপে সংঘর্ষ, আহত ১৫ 

মাদারীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তবে জেলা বিএনপির দাবি আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে শহরের চৌরাস্তা এলাকায় সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সারা দেশে লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের উর্ধ্বগতির প্রতিবাদে ৫ উপজেলার বিএনপি নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান, কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকনসহ অন্যান্য নেতাকর্মীরা আসেন। এ সময় তাদের গাড়িবহর শহরের চৌরাস্তা আসলে পথ আটকায় কিছু লোকজন। এতে উভয়পক্ষ ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ অন্তত ১৫ জন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, দলীয় কোন্দল নিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান মিঠুর লোকজন জাহান্দার আলী জাহানের নেতা কর্মীদের ওপর হামলা চালায়। 

হামলার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে দলীয় কোন্দল থাকতে পারে। তবে নিজেদের মধ্যে সংঘর্ষ হওয়ার মতো নয়। আওয়ামী লীগের লোকজন এ হামলা ঘটিয়েছে।’  

এ বিষয়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশে হামলা চালায়নি। কেননা এটা আমাদের দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।’ 

এই ঘটনার পরপরই মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন মৃধার ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যাশা ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্ধ্যায় শাহিন মৃধা সংবাদ করে দাবি করেন, চাঁদা না দেওয়ায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করছে। এই ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ওয়াসিম ফিরোজ বলেন, বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 

বেলাল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়