ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল লতিফ

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৬ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৫০, ২৬ আগস্ট ২০২২
গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল লতিফ

ভোলার লালমোহনে গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল হয়েছেন আব্দুল লতিফ নামের এক কৃষক। অসময়ে টমেটো চাষ করে দামও পাচ্ছেন ভালো।

আব্দুল লতিফ বলেন, ‘কৃষি অফিস থেকে বীজ, সার, কীটনাশক, নেটসহ টমেটো চাষের বিষয়ে সব রকমের পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী চাকরির পাশাপাশি অবসর সময়ে বাড়ির পাশের ৬ শতাংশ জমিতে টমেটো চাষ করে আশানুরূপ ফলন পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘টমেটো চাষে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। এখনও যে পরিমাণ ফল রয়েছে, তাতে আরও ৫০ হাজার টাকার মতো টমেটো বিক্রি করতে পারবো।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত বারি হাইব্রিড-৮ জাতের টমেটো চাষ করা হয়। প্রতিটি গাছে গড়ে ৩০টি করে ফল হয়।

লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্লাহ বলেন, ‘চলতি বছর উপজেলার দুই জন কৃষককে পরীক্ষামূলক বারি হাইব্রিড-৮ জাতের টমেটোর বীজসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে। এতে ওই দুই কৃষক আশানুরূপ ফলন পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গ্রীষ্মকালীন টমেটো চাষে যদি কেউ আগ্রহী থাকে, তাদের কৃষি অফিস থেকে সব ধরনের সহায়তা করা হবে। বৃষ্টি থেকে রক্ষায় অবশ্যই পলিথিনের ছাউনিতে এসব টমেটো চাষ করতে হবে।’

মনজুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়