ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৩০ আগস্ট ২০২২  
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে একসঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছেন ৩ ভাই। এক ভাই রুকন মিয়া গুরুতর আহত হয়ে বেঁচে থাকলেও খোকন মিয়া (৪০) ও জিলন মিয়া (৩৮) নামের দুই ভাই মারা গেছেন। এসময় মতিন্দ্র দাস নামে আরও একজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ধর্মপাশা উপজেলার মধ্যনগরের শালদিঘা হাওরে এঘটনা ঘটে।  

নিহতরা পাইকুরহাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার ছেলে। আহত মতিন্দ্র একই গ্রামের পরশংকর দাসের ছেলে।  পেশায় তারা সবাই জেলে।

বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) ভোরে খোকন মিয়া, জিলন মিয়া ও রোকন মিয়াসহ কয়েকজন জেলে মধ্যনগরের শালদিঘার হাওরে মাছ ধরতে যান। সকালের দিকে আকস্মিক বজ্রপাতে খোকন মিয়া ও জিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা নিহত ও আহতদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। 

ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আল আমিন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়