ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পাভেল হত্যা মামলায় এক জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৩১ আগস্ট ২০২২  
পাভেল হত্যা মামলায় এক জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

মাগুরায় পলিটেকনিকের শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড  ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ( ৩১ আগস্ট) দুপুরে এ রায় ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমীন। 

মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন- সেলিম আজাদ। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- রুমা পারভীন, আবীর হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন ও মোহাম্মদ খালিদ।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কার জানান, ২০১২ সালের ২৬ আগস্ট রাত ১০টার দিকে সেলিম আজাদের নেতৃত্বে অন্য আসামিরা পরিকল্পিতভাবে মেহেদী হাসান পাভেলকে তার বাড়ি থেকে স্থানীয় একটি লাইব্রেরিতে ডেকে নিয়ে হত্যা করে। হত্যার পর পাভেলের লাশ সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে রাত ৩টার দিকে স্বজনদের খবর দেয়। এসময় পরিবারের সদস্যরা এসে নিহত পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পায়। এ বিষয়ে নিহত পাভেলের বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ২৭ আগস্ট মহম্মদপুর থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বুধবার রায় ঘোষণা করেন বিচারক। 

আদালতের এ রায়ে নিহত পাভেলের বাবা রেজাউর রহমান রিজু সন্তোষ প্রকাশ করেছেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান এ রায়ে অসন্তোষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। 

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়