ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উন্মুক্ত হলো সুন্দরবন, প্রথমদিনে নেই পর্যটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১০:০৮, ১ সেপ্টেম্বর ২০২২
উন্মুক্ত হলো সুন্দরবন, প্রথমদিনে নেই পর্যটক

সুন্দরবন

বন্যপ্রাণী প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস বন্ধ ছিলো বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ। দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজ (১ সেপ্টেম্বর)  সকালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো বনের পর্যটন এলাকাগুলো।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট, দুবলা, নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থান নৌযানে চড়ে যেতে পারবেন দেশি-বিদেশি পর্যটকরা। একইসঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্য পাস পারমিট নিয়ে বনে প্রবেশ করতে পারবেন বনজীবীরাও।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে সুন্দরবনের প্রতি দর্শনার্থীদের আগ্রহ অনেক বেড়ে গেছে। কিন্তু সেতু উদ্বোধনের সময় থেকেই বনে প্রবেশ নিষিদ্ধ থাকায়, দর্শনার্থীরা আসতে পারেনি। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দর্শনার্থী অগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে।

বন বিভাগ জানায়, ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন। কিন্তু এখন পর্যন্ত প্রবেশের জন্য কেউ আবেদন করেননি।

/টুটুল/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়