ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত ব্যক্তি যুবদলের কর্মী নয়’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:৪৩, ১ সেপ্টেম্বর ২০২২
‘নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত ব্যক্তি যুবদলের কর্মী নয়’

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তি যুবদলের কর্মী নয় বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের খানপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে এসে এমন দাবি করেন তিনি।

পুলিশ সুপার বলেন, ‘নিহত শাওন একটি গ্যারেজে কাজ করত। সে গ্যারেজের মালামাল ক্রয় করার জন্য শহরে এসেছিল। তবে সে গুলিতে নাকি অন্য কিছুর আঘাতে মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

তিনি বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। শাওন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা।’

গোলাম মোস্তাফা রাসেল বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ না করার জন্য অনুরোধ করেছিল দায়িত্বরত পুলিশ সদস্যরা। কিন্তু তারা কথা না শুনে উল্টো পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হচ্ছে। বাকিরা খানপুর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদল কর্মী নিহত

হাসান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়