ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধান ক্ষেতে মিললো বিশালাকৃতির অজগর

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১০:২৫, ২ সেপ্টেম্বর ২০২২
ধান ক্ষেতে মিললো বিশালাকৃতির অজগর

পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৯ ফুট দৈর্ঘ্যর একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের খাজুরা এলাকার কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। 

শুক্রবার (২ সেপ্টেম্বর)  দুপুরে প্রাণীটিকে টেংরাগিরি বনে অবমুক্ত করার কথা রয়েছে। 

এনিমেল লাভার অফ পটুয়াখালীর সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে কৃষক আবদুল খালেক জাল ফেলে তার ধান ক্ষেত থেকে সাপটি ধরেন। পরে খবর পেয়ে এনিমাল লাভার সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। সন্ধ্যায় সাপটি কলাপাড়ায় নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

কৃষক আবদুল খালেক বলেন, ‘ক্ষেতে কাজ করতে গিয়ে আমি সাপটি দেখতে পাই। এটি বিশালাকৃতির হওয়ায় প্রথমে অনেকটা ভয় পেয়ে যাই। পরে আরো কয়েকজন কৃষকের সহায়তায় জাল ফেলে সাপটি ধরি এবং বাড়িতে নিয়ে আসি।’

এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া শাখার উপজেলা টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘সাপ ধরার খরব শোনমাত্রাই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছাই। সাপটি অনেক বড় হওয়ায় উদ্ধার করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। রাতেই প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা বর্তমানে বন বিভাগের কর্মীদের নিয়ে টেংরাগিরি উদ্দেশ্যে রওনা দিয়েছি। সাপটি অভয়ারন্যে অবমুক্ত করা হবে।’  

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সাপটি উদ্ধারে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যদের সহযোগিতা করা হয়েছে। দুপুরের মধ্যে টেংরাগিরি বনে অজগরটি অবমুক্ত করা হবে।’ 

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়