ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্যবসায়ীর গোডাউনে মিললো ৮২৬ বস্তা সার, জরিমানা 

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:৪২, ২ সেপ্টেম্বর ২০২২
ব্যবসায়ীর গোডাউনে মিললো ৮২৬ বস্তা সার, জরিমানা 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক সার ও বীজ ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনটি থেকে ৮২৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সার মজুত রাখার অপরাধে ওই সময় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেন। 

পলাশ কুমার বসু জানান, রাতে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী বাজারের সার ও বীজের পরিবেশক তামান্না ট্রেডার্সের মালিক মোস্তফা কামালের বাড়ির গোডাউনে অভিযান চালানো হয়। এসময় গোডাউন থেকে ৮২৬ বস্তা সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে ব্যবসায়ী মোস্তফা কামালকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও জানান, রোপা আমন মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্টি করে গোডাউনে অবৈধভাবে সার মজুত রেখেছিলেন ওই ব্যবসায়ী। জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।

রুমন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়