ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাঙ্গালী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা 

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২ সেপ্টেম্বর ২০২২  
বাঙ্গালী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা 

আবহমান গ্রামবাংলার নদ-নদীতে এতিহ্যবাহী খেলা নৌকা বাইচ। এ প্রতিযোগিতাটি উপভোগ করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাঙ্গালী নদীর তীরে জনস্রোতে পরিণত হয়। নারী-পুরুর, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা বাঙ্গালীর দুই পাড়ে কানায় কানায় ভরে যায়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) উপজেলার মহিমাগঞ্জে বাঙ্গালী নদে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতায় খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪টি নৌকা অংশ গ্রহণ করছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান এ নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন। 

এসময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কেএম জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক হামিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী সোমবার প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে। পরে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কৃত করা হবে। 

দয়াল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়